Views Bangladesh Logo

নারী দলকে মধ্যরাতে সংবর্ধনা দিল বাফুফে

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার রাত ৩টার পর রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে রাত ২টার দিকে দেশে ফেরেন নারী ফুটবল দলের খেলোয়াড়রা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাদের সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে দলটি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, দলের অধিনায়ক আফিদা প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার।

বাফুফে জানিয়েছে, সময়ের সীমাবদ্ধতার কারণে মধ্যরাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে যাচ্ছেন। আরও তিনজন খেলোয়াড় যাবেন দুদিন পর। তাই পুরো দল একত্রে থাকার সুযোগ কাজে লাগাতেই রাতেই এই আয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ