Views Bangladesh Logo

শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারকে যুগোপযোগী করতে হবে: মাহফুজ আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে শ্রোতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বেতারের অনুষ্ঠানকে শ্রোতার চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তুলতে হবে। বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত এ সভায় তিনি বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শ্রোতাদের চাহিদা ও প্রত্যাশার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বেতার এখনও জনগণের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে। তিনি বেতারের শ্রোতাজরিপের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, শ্রোতাদের মতামত ও চাহিদা বিবেচনা করে অনুষ্ঠান প্রস্তুত করতে হবে।

বেতারের ঐতিহ্যবাহী পুরাতন অনুষ্ঠান সংরক্ষণের বিষয়ে মো. মাহফুজ আলম বলেন, বেতারের পুরাতন অনুষ্ঠানগুলো ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ক্যাটালগ আকারে সংরক্ষণ করা প্রয়োজন। এ ছাড়া শ্রোতাদের চাহিদা অনুযায়ী পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচারেরও পরামর্শ দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, বেতারকে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক করে তুলতে হবে। এ লক্ষ্যে বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীদের সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনীর আহমদসহ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ