Views Bangladesh Logo

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তারের ঘটনায় বার্গম্যানের সমালোচনা

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী ও প্রাক্তন আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছেন। এক বিস্তারিত ফেসবুক পোস্টে বার্গম্যান এই পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেছেন, এটি দেশের বা বর্তমান সরকারের স্বার্থে কোনোভাবেই উপকারী নয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিভিক প্ল্যাটফর্ম 'মঞ্চ ৭১' এর আয়োজিত একটি সভার সময় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষরা অভিযুক্তদের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার জন্য সশস্ত্র ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনেছেন।

বার্গম্যান বলেন, যদিও সভায় কিছু বক্তব্য কিছু পক্ষের কাছে উত্তেজনাপূর্ণ বা ভিন্নমত প্রকাশের মতো মনে হতে পারে, তবুও সেগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ্যতা রাখে না।

তিনি আরও সতর্ক করেছেন যে, বর্তমান রাজনৈতিক প্রতিষ্ঠানটি সেই একই দমনমূলক কৌশল ব্যবহার করছে যা পূর্বের শাসক দল বিরোধী মতকে দমন করার জন্য ব্যবহার করেছিল। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার মধ্যে বিরোধী কণ্ঠরোধের প্রবণতা বাড়ছে।’

বার্গম্যান দেশের ‘মব কালচার’ বা সাম্প্রদায়িক/দলবদ্ধ সহিংস আচরণের উদ্ভবের কথাও উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করেছেন, সরকারের সভার প্রতিক্রিয়া কেবল এই ধরনের আচরণকে বৈধতা দেবে এবং উৎসাহিত করবে।

তিনি বলেন, ‘যারা সভা ব্যাহত করেছে তারা এখন আরও ক্ষমতাশালী বোধ করবে এবং ভবিষ্যতে একই ধরনের কাজ পুনরায় করার সম্ভাবনা রয়েছে।’

বার্গম্যান সতর্ক করেছেন, এই ধরনের ঘটনা বর্তমান প্রশাসনকে মুক্তিযুদ্ধ-বিরোধী মনোভাব গ্রহণ করছে এমন অভিযোগকে জোরদার করছে এমন এক ন্যারেটিভ যা ঘরোয়া ও আন্তর্জাতিকভাবে এর বৈধতা ক্ষুণ্ণ করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ