Views Bangladesh Logo

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা বাঘিনী ২৪ ঘণ্টা পর উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘিনীকে প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ। রোববার বিকেলে উদ্ধার শেষে চিকিৎসার জন্য বাঘিনীটিকে খুলনায় পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, টানা প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকেল সাড়ে ৪টার দিকে বাঘিনীটিকে নিরাপদে উদ্ধার করা হয়। চেতনানাশক প্রয়োগ করে বাঘিনীটিকে অজ্ঞান করার পর ফাঁদ থেকে মুক্ত করা সম্ভব হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, উদ্ধার কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে যাতে বাঘিনীটির কোনো অতিরিক্ত ক্ষতি না হয়।

বন কর্মকর্তারা জানান, শনিবার দুপুরে টহলকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সরকার খাল এলাকায় ফাঁদে আটকে থাকা বাঘিনীটিকে প্রথম দেখতে পান কর্মকর্তা ও বনরক্ষীরা। পরে আজ সকালে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী বিশেষজ্ঞ পশুচিকিৎসক জুলকার নাঈমের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বিশেষ ব্যবস্থায় বাঘিনীটিকে সম্পূর্ণ অচেতন করার পর বন এলাকা থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, খুলনায় বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হয়ে উঠলে তাকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ