Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে তার সঙ্গে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

একই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও।

এর আগে স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ছাড়াও বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এদিকে নিউইয়র্কে পৌঁছানোর পর বাংলাদেশি বংশোদ্ভূত নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ