বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার শারীরিক সমস্যা শুরু হয়েছে, আর সেখানে যথাযথ চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।'
শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনের একটি মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণকালে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, 'বাংলাদেশের সব মানুষ, দল-মত নির্বিশেষে, এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্য দেশবাসী আল্লাহ তায়ালার কাছে আকুতি করছেন।'
বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, 'দেশনেত্রীর সুস্থতার জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছালে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে। তবে ফ্লাইটে যাওয়া সম্ভব হবে কি না, তা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। তিনি এখনও গুরুতর অসুস্থ, তাই চিকিৎসকদের অনুমোদনের পরই যাত্রা নিশ্চিত হবে।'
শেষে মির্জা ফখরুল সকলের কাছে দোয়া চেয়ে বলেন, 'আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে