সাফজয়ী দলকে পুরস্কৃত করবে বিসিবি
সাফ চ্যাম্পিয়নজয়ী মেয়েদের পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অর্থ পুরস্কারের এই ঘোষণা দেন।
তিনি বলেন, বিসিবি থেকে সাফজয়ী মেয়েদের পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।
এর আগেও সাফজয়ী মেয়েদের পুরস্কৃত করেছিলো বিসিবি। গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিলো। তবে এবার টাকার অংক কত হবে সেটা খোলাসা করেননি ফারুক। তিনি বলেছেন, (পুরস্কারের) পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে