Views Bangladesh Logo

বিসিবি আইসিসিকে নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাঠাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভারত অনিরাপদ দেশ—এমন দাবি তুলে প্রমাণসহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল অফিস সময়ে আইসিসিকে এ ইমেইল করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

চিঠিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান জানান, বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার হুমকির বাস্তব প্রমাণ হিসেবে ভারতসহ বিভিন্ন দেশে প্রকাশিত টিভি প্রতিবেদন, ইউটিউব ভিডিও ও পত্রিকার খবরের প্রায় ১০০টি লিংক ইমেইলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

চিঠির বিষয়বস্তু সম্পর্কে ব্যারিস্টার মাহিন রহমান বলেন, বিসিসিআই নিজেই নিরাপত্তা হুমকি উপলব্ধি করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বাংলাদেশের পুরো বিশ্বকাপ দল ভারতে নিরাপদ—এমনটি বলা যায় না। তিনি বলেন, একজন খেলোয়াড় যেখানে অনিরাপদ, সেখানে ১৫ জন ক্রিকেটার, দেশি-বিদেশি কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, সাংবাদিক, সমর্থক ও স্পন্সর প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্রিকেটারদের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। এ কারণে অনিরাপদ ভেন্যুতে খেলতে যাওয়া সম্ভব নয়। বিসিবির প্রস্তাব হলো, শ্রীলঙ্কার কোনো ভেন্যু থেকে একটি গ্রুপকে ভারতে নিয়ে গিয়ে সেখানে বাংলাদেশের ‘সি’ গ্রুপের ম্যাচ আয়োজন করা যেতে পারে।

চিঠির সঙ্গে ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রকাশ্য হুমকির সংবাদও সংযুক্ত করা হয়েছে বলে জানান ব্যারিস্টার মাহিন। তাঁর ভাষ্য অনুযায়ী, মহারাষ্ট্রের রাজনীতিক থেকে শুরু করে একাধিক ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছেন, যা নিরাপত্তা ঝুঁকির বাস্তব প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিসিসিআইয়ের ব্যবহৃত ‘রিসেন্ট ডেভেলপমেন্ট’ শব্দবন্ধও মূলত এই নিরাপত্তা হুমকিকেই নির্দেশ করে বলে চিঠিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা প্রকাশ্যে মুস্তাফিজুর রহমানকে হুমকি দিয়েছিলেন। হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এমন পরিস্থিতিতে কোনো বাংলাদেশি ভারতে এলে জনরোষের শিকার হতে পারেন।

এরই ধারাবাহিকতায় গত শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর ৪ জানুয়ারি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানিয়ে আইসিসিকে ইমেইল পাঠায় বিসিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ