আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ চাইল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির বোর্ড সভায় ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যাত হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার শেষ আইনি পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) হস্তক্ষেপ চেয়েছে বিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটি ডিআরসিতে পাঠানোর জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনরায় তুলে ধরা হয়েছে।
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি) একটি স্বাধীন সালিশি সংস্থা। অভিজ্ঞ ও স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট জটিল বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। সাধারণত আইসিসির অভ্যন্তরীণ আলোচনা ও প্রক্রিয়ায় সমাধান না এলে শেষ আশ্রয় হিসেবে এই কমিটির দ্বারস্থ হওয়া হয়। বিসিবির আশা, তাদের উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরপেক্ষভাবে বিবেচনা করে ডিআরসি সিদ্ধান্ত দেবে।
এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভায় বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব ১৪–২ ভোটে নাকচ হয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে কি না—সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দেয় আইসিসি।
তবে আইসিসির এই অবস্থানের পরও নিজেদের দাবিতে অটল বিসিবি। বৃহস্পতিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিতে তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে