Views Bangladesh Logo

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ দাবি করে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

দুপুরের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হলেও নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। এর প্রতিবাদে দুপুর ১টায় শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এরপর বিকেলে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত চেয়েছিলেন।

এ ঘটনার কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় বোর্ড।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্ত বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে গ্রহণ করা হয়েছে, যাতে বোর্ডের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার’—এ কথা উল্লেখ করে বিসিবি আশা প্রকাশ করেছে, এই কঠিন সময়ে সব ক্রিকেটার দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন এবং বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ