Views Bangladesh Logo

ক্রিকেটার ও কোচ চেয়েছিল সৌদি আরব, প্রস্তাব নাকচ বিসিবির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল, গলফ ও ফর্মুলা ওয়ানের পর এবার ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব। নিজেদের ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে তারা বিভিন্ন দেশের সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশের কাছে ক্রিকেটার ও কোচ চেয়ে যোগাযোগ করেছিল সৌদি ক্রিকেট বোর্ড। তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো টেস্ট খেলুড়ে দেশগুলোর পথ অনুসরণ করে বিদেশি ক্রিকেটার এনে দীর্ঘমেয়াদে খেলানোর পরিকল্পনা করছে সৌদি আরব। সেই লক্ষ্যেই প্রায় দুই মাস আগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে তারা। সৌদি ক্রিকেট বোর্ড বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ সরবরাহের প্রস্তাব দেয়।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি সরাসরি নাকচ করে দেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে পুরুষ ও নারী দুই বিভাগের ক্রিকেটার চেয়েছিল। পরে কোচও চায়। কিন্তু দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আমি কীভাবে খেলোয়াড় সরবরাহ করতে পারি? তাই আমরা প্রস্তাবে না করেছি।’

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন, লিভ গলফ ও ফর্মুলা ওয়ানের মতো বড় আন্তর্জাতিক ইভেন্টে সক্রিয় ভূমিকার পর এবার আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হয়ে উঠতে চায় সৌদি আরব। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশের নিজস্ব ক্রিকেট প্রতিভা অন্য দেশের উন্নয়নে ব্যবহারের সুযোগ নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ