Views Bangladesh Logo

বাংলাদেশের অবস্থান বদলাতে আইসিসির অনুরোধ, অনড় বিসিবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবিতে বোর্ড আবারও আইসিসিকে অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে বিশ্বকাপে সেখানে খেলতে না যাওয়ার অবস্থান পুনরায় নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। এ অবস্থায় তারা বিসিবিকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে বিসিবি আগের অবস্থানেই অনড় থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টির সমাধান খুঁজে বের করতে দুই পক্ষের আলোচনা অব্যাহত থাকবে। ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করাই বিসিবির অগ্রাধিকার বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই এই টানাপোড়েন শুরু হয়। এরপর ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে দুই দফায় আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ায় বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে আইসিসির অবস্থান অনেকটাই প্রত্যাশিত ছিল।

এ অবস্থায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ