Views Bangladesh Logo

দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই সকালে বিসিবিতে হাজির বুলবুল

দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হয়েছেন সংস্থাটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে দেখা যায়।

রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বা ইতোমধ্যে দেশ ছেড়ে গেছেন। রাতভর বিষয়টি নিয়ে আলোচনা চললেও বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেন, তিনি দেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে গতকাল বুলবুল নিজেই গণমাধ্যমকে বলেছিলেন, ‘দেশেই আছেন, কোথাও যাচ্ছেন না তিনি। কোনো পরিকল্পনায় হয়নি যাওয়ার।’

গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার সকালে বিসিবিতে উপস্থিত হন তিনি। এ সময় শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠের চারপাশে তাকে পায়চারি করতে দেখা যায়। পরে নিয়মিত অফিসিয়াল কার্যক্রমেও অংশ নেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য, পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যালেঞ্জিং সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বিসিবির আবেদন গ্রহণ না করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। এর পাশাপাশি বিসিবির অভ্যন্তরেও চলছে অস্থিরতা। বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেন। এছাড়া আরেক পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেছেন।

এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা সোমবার সকালে তার কার্যালয়ে উপস্থিতির মধ্য দিয়ে আপাতত প্রশমিত হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ