পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরাতে চায় বিসিবি
আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাকিবকে দলে বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাকে দলে নিতে পারবেন বলে জানিয়েছে বিসিবি।
সাকিবের দেশে ফেরা ও খেলার পথ সহজ করতে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বিসিবির আশা, আইনি জটিলতার একটি সমাধান হলে পাকিস্তান সিরিজ থেকেই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যাবে দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে