Views Bangladesh Logo

ক্রিকেটারদের আরেক আল্টিমেটাম, বিপিএল বন্ধ হলে ক্ষতিপূরণ দিতে হবে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লমান সংকটের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ হয়ে গেলে এর দায় ও সব ধরনের ক্ষতিপূরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই (বিসিবি) বহন করতে হবে—এমন আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা।

নিজেদের দাবি পূরণ না হলে মাঠে না ফেরার অবস্থানে অনড় থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই অবস্থান জানায়।

কোয়াব নেতারা বলেন, বিসিবির একতরফা সিদ্ধান্ত কিংবা ব্যর্থ ব্যবস্থাপনার কারণে বিপিএল বন্ধ হলে তার আর্থিক ও পেশাগত ক্ষতি ক্রিকেটারদের ঘাড়ে চাপানো যাবে না।

সংবাদ সম্মেলনে কোয়াবের এক নেতা বলেন, আমরা খেলতে চাই। কিন্তু সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না করে চাপ দিয়ে মাঠে নামানো হলে তা মেনে নেওয়া হবে না। বিপিএল বন্ধ হলে সেটি ক্রিকেটারদের সিদ্ধান্ত নয়—বিসিবির সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। ফলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে।

এর আগে ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ক্রিকেটাররা জানিয়েছেন, এটি তাদের দাবির আংশিক বাস্তবায়ন মাত্র এবং এখনও সব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি।

এদিকে বিসিবি জানিয়েছে, ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার হলেও পেশাদারিত্ব বজায় রেখে খেলা চালু রাখার দায়িত্বও সবার রয়েছে।

তবে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা ছাড়া হুমকি দিয়ে পরিস্থিতি সমাধান সম্ভব নয়। দাবি পূরণে সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ