জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
এক ভিডিও সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, অসংখ্যবার বিসিবিতে যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি।
বিষয়টি ‘সংবেদনশীল’ বলে বিসিবি অভিযোগগুলো গভীরভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের অনুসন্ধানের প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবি আরও জানিয়েছে, ‘বিসিবি তার সব খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বোর্ড এ ধরনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে