Views Bangladesh Logo

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

নিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বোর্ড। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন নিশ্চিত করেছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “অক্টোবর মাসে নির্বাচনের জন্য ধাপে ধাপে সব প্রক্রিয়া চলছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব বুঝে নিয়েছেন। আমরা প্রক্রিয়া, চিঠি প্রেরণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি।”

সূত্র জানিয়েছে, নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা জানানো হবে।

মনোনয়নপত্র বিক্রি হবে ২২–২৩ সেপ্টেম্বর, জমা দেয়ার শেষ সময় ২৫ সেপ্টেম্বর। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর, আপিল ও শুনানি ২৭ সেপ্টেম্বর, এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।

নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, সঙ্গে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিক ফলাফলের ঘোষণা হবে পরের দিন, ৫ অক্টোবর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ