অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন
জাতীয় নির্বাচন ঘিরে আলোচনার ভিড়ে কিছুটা আড়ালে চলে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। তবে এসব গুঞ্জন উড়িয়ে সিলেটের বৈঠকে ঠিক হলো নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।
এর আগে নির্বাচন ইস্যুতে গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
এমন প্রেক্ষাপটে আচমকা নির্বাচনী মাঠে নামার ঘোষণা দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার প্রার্থিতা ঘিরে নির্বাচনের উত্তাপ আরও বেড়ে গেছে।
এরই মধ্যে আজ দুপুর ২টার দিকে সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শুরু হয়েছে। আলোচ্য বিষয় হিসেবে আসন্ন বিসিবি নির্বাচনই প্রধান এজেন্ডা হিসেবে স্থান পেয়েছে। এছাড়া আলোচনা হয়েছে ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড নিয়েও।
বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।
নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা- সভাপতির নির্দেশনায় নির্বাচনের ৩০ দিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারা অনুসারে পরবর্তী সাধারণ পরিষদ গঠনের জন্য কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে