বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে বৈচিত্র্য আনতে বিসিবি কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করেছিল। উপস্থাপনা দলে রিধিমা পাঠকের পাশাপাশি পাকিস্তানি উপস্থাপিকা জয়েনাব আব্বাস ছিলেন। অন্যদিকে ধারাভাষ্য প্যানেলে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যারেন গফ।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটেই রিধিমা পাঠকের বিদায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে সরিয়ে দেওয়ার পর বিসিবি জরুরি বৈঠকে বসে এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি চিঠি পাঠায়। চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যেতে বাংলাদেশের অপারগতার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিও জানানো হয়।
ঘটনার ধারাবাহিকতায় গত সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার স্থানীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে