Views Bangladesh Logo

বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। সাইফ হাসান সহঅধিনায়ক।

স্কোয়াডে থাকা অন্যরা হলেন- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

এদিকে, ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে অনিশ্চয়তা। মুস্তাফিজুর রহমান ইস্যুতে তাদের লিগ পর্বের চার ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা হলো।

দলে উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি।

পেস বোলার তাসকিন আহমেদ টি-টোয়েন্টিতে ফিরেছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না তিনি। আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্জের হয়ে দারুণ পারফরম্যান্স করে এবার বিশ্বকাপে খেলার অপেক্ষায় এই পেসার।

এছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সে ক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি। সময় আছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ