Views Bangladesh Logo

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।


বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চলতি মাসে বাংলাদেশের মাটিতে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ওই সিরিজের পরই জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায় শেষ হবে।


গত বছরের নভেম্বর মাসে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, “আয়ারল্যান্ড সিরিজের পর তিনি পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করার পর মন্তব্য করা হবে।”


এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এটি তার জাতীয় দলের দায়িত্বে দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। পরে ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ