Views Bangladesh Logo

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ থেকে শহীদদের পরিবারকে আর্থিক অনুদান এবং আহতদের চিকিৎসা ব্যয় নির্বাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এতে ১৪ কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি, সূচকে ভালো অবস্থানে থাকা ১১টি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার আগে গভর্নর নির্বাচিত ১১টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। সেখানে তহবিলে ১ কোটি টাকা করে দেওয়ার অনুরোধ জানানো হলে ব্যাংকগুলো তাতে সম্মতি দেয়।

এই ব্যাংকগুলো এখন বিষয়টি নিজ নিজ পরিচালনা পর্ষদে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে অর্থ হস্তান্তর করবে।

জানা গেছে, তহবিলটি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ বিশেষ এই তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল। সব প্রক্রিয়া শেষ করে অবশেষে সেই তহবিল বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ