‘নগদ’-এ বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তরের জন্য নতুন বিনিয়োগকারী খুঁজছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’ শীর্ষক সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সম্মেলনের আয়োজন করে মাস্টারকার্ড ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
আহসান এইচ মনসুর বলেন, পোস্ট অফিসের মাধ্যমে নগদ পরিচালনা সম্ভব নয়। তাই প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যেই বিনিয়োগকারী খোঁজার কাজ শুরু করেছি।
গভর্নর আরও জানান, অতীতে নগদে ভুয়া সদস্য অন্তর্ভুক্তির মতো অনিয়ম হয়েছে, যা সংশোধন করে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানো হয়েছে। বর্তমানে এটি স্থিতিশীল ও ক্রমবর্ধমান।
তিনি দেশের নগদ টাকার চাহিদা প্রতি বছর গড়ে ১০ শতাংশ বেড়ে চলেছে উল্লেখ করে বলেন, বছরে প্রায় ২ হাজার কোটি টাকার নগদ সরবরাহ করতে হচ্ছে। ধীরে ধীরে নগদ ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়ানো জরুরি।
বাংলাদেশ ব্যাংক কিউআর কোড বাধ্যতামূলক, এজেন্ট ব্যাংকিং ডিজিটালাইজ এবং বেসরকারি খাতে পাঁচটি ক্রেডিট ব্যুরো অনুমোদনের উদ্যোগ নিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে