Views Bangladesh Logo

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ২০ কোম্পানির সঙ্গে গভর্নরের বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

মজানকে সামনে রেখে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশের শীর্ষ ২০টি ভোগ্যপণ্য উৎপাদনকারী গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাণ গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাবিল গ্রুপসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আলোচনায় আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের মজুদ, মূল্য নিয়ন্ত্রণ এবং আমদানি সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামলা গণমাধ্যমে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবসায়ীরা ঠিকমতো এলসি, ব্যাক-টু-ব্যাক এলসি করতে পারছেন কিনা— সেসব বিষয়ে জানতে চেয়েছেন গভর্নর। এছাড়া খাদ্যপণ্যের মজুদ পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন।

নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের একটি গাইডলাইন দিয়েছেন গভর্নর। খাদ্যদ্রব্য আমদানিকারকদের সঙ্গে বসে মূলত এই আলোচনাটি করা হয়েছে। আমরা রমজানে সহনীয় দামে খাদ্যদ্রব্য সরবরাহের আশ্বাস দিয়েছি।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নরও উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ