Views Bangladesh Logo

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদন জমা দেয়ার সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

আবেদনকারীদের চলতি বছরের ২ নভেম্বরের মধ্যে অফিস সময়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন জমা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে প্রাসঙ্গিক সব নথির সফট কপি ইমেইলের (এই ঠিকানা) মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে, গত ২৬ আগস্ট নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেয় বাংলাদেশ ব্যাংক।

এসময় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর হিসেবে শেল কোম্পানি যেন থাকতে না পারে, তা নিশ্চিত করতে নীতিমালা সংশোধন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ