ভিসিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি বাকৃবি শিক্ষার্থীদের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্য একেএম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ ছয় দফার আলটিমেটাম দিয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আমতলায় সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তৃতীয় বর্ষের ছাত্র এএইচএম হিমেল তাদের দাবি উপস্থাপন করেন।
দাবি উপস্থাপনকালে হিমেল বলেন, হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার করতে হবে, হলগুলোতে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে এবং উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, কৃষি অনুষদের শিক্ষক আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ, রাফি, বজলুর রহমান মোল্লা, মুনির, আশিকুর রহমান ও কামরুজ্জামানসহ হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সম্মিলিত ডিগ্রি বিলম্ব ছাড়াই প্রদান করতে হবে।
হিমেল শিক্ষার্থীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ছয় দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে। প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয়কে লকডাউন ও ব্ল্যাকআউট করা হবে।'
এর আগে রোববার শিক্ষার্থীরা তাদের দাবিতে প্রায় ২০০ শিক্ষক ও কর্মকর্তাকে সারাদিন অবরুদ্ধ করে রাখলে বহিরাগতদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে