Views Bangladesh Logo

বাকৃবি শিক্ষার্থীদের ফের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা চাকবাজার মোড়ে আজও রেলপথ অবরোধ করেছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি করছেন, ভেটেরিনারি ও এনিম্যাল হ্যান্ডলিং ফ্যাকাল্টি একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি চালু করতে হবে।

রোববার বিক্ষোভের সময় তারা সারাদিন ২৫১ জন শিক্ষক ও কর্মকর্তাকে আটকে রাখেন। এ সময় বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার রাতেই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা তা মানেননি এবং সোমবার কয়েক ঘণ্টা রেল লাইন অবরোধ করে রাখেন তারা।

প্রতিবাদকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আখতার হোসেন জানান, সকাল ১১টা ৫৫ মিনিটে অবরোধের কারণে মহুয়া কমিউটার ট্রেন ফাতেমানগর স্টেশনে আটকে আছে। এ ছাড়া দুপুর ১টা ৩০ মিনিট পরের কয়েকটি ট্রেনও শিডিউল বিভ্রাট হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ