Views Bangladesh Logo

বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকেন। বেলা ১১টার দিকে তারা ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন।

এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়—যৌক্তিক সময় চাই’বলে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রে আবার নতুন বৈষম্য দেখা দিয়েছে। পূর্বের বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, এবার নতুন ব্যাচের জন্য মাত্র দুই মাস রাখা হয়েছে, যা যুক্তিসঙ্গত নয়। পিএসসি এই সময় পরিবর্তন না করা পর্যন্ত অবরোধ চলবে।

অন্য শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি জানান, লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় প্রয়োজন। পিএসসি যদি স্বৈরাচারী আচরণ চালিয়ে যায়, আমরা আন্দোলনও চালিয়ে যাব।

অবরোধে আটকে থাকা ট্রেনযাত্রী আব্দুল কাদির বলেন, 'শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে যাত্রীদের দুর্ভোগ যাতে না হয়, সেটিও নজরে রাখতে হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে।'

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে। আশা করছি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ