Views Bangladesh Logo

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন শিক্ষকের অপসারণ দাবি

রিশাল নার্সিং কলেজের তিন শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবিতে দুই দফা আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ৬ মে তাদের আন্দোলনের সময় কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের আনে এবং ওই তিন শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। তারা দাবি করেন, হামলাকারী ও শিক্ষকদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রতিরোধ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ল্যাব সেশন স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তিন শিক্ষক অপসারণ বা বদলি না করা হয়, তবে এই আন্দোলন অনির্দিষ্টকাল ধরে চলবে।

এছাড়া প্রশাসনের নীরবতা ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ না করার প্রতিবাদে আন্দোলনকারীরা চোখের কালো কাপড় ও কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ