রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে বরিশাল
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে নাম লেখাল ফরচুন বরিশাল। এ ম্যাচে তামিমের বরিশাল ৬ উইকটে হারায় সাকিবের রংপুরকে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সাকিবের রংপুর। কারণ দলীয় ১৮ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব আল হাসানসহ তিন টপ-অর্ডার। এমনকি মিডল-অর্ডারে নামা হার্ডহিটার নিকোলাস পুরানও রীতিমত ধুঁকতে থাকেন। রান বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন ক্যারিবীয় এই ব্যাটার।
সতীর্থদের এই আসা যাওয়ার মাঝেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন জিমি নিশাম। তবে তার ইনিংস থামে ২৮ রানে। নিশামের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি মোহাম্মদ নবী ও নুরুল হাসান সোহান। নবি ১৫ বলে ১২ রান করে ফিল্ডারদের হাতে ক্যাচ তুলে দেন আর সোহান ১৭ বলে ১৪ করে বোল্ড আউট হন।
সেখান থেকে শামীম পাটোয়ারীর অবিশ্বাস্য ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত ৭ উইকেট রংপুরের স্কোর দাঁড়ায় ১৪৯ রান। পাটোয়ারী করেন ২৪ বলে অপরাজিত ৫৯ রান।
১৫০ রানের জবাবে খেলতে নেমে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেন মেহেদী হাসান মিরাজ। দেখেশুনে শুরু করলেও দুজনই আবু হায়দার রনির ওভারে আউট হন। তামিম ৮ বলে ১০ করে ক্যাচ তুলে দেন। এক বল পর রনির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ (১৮ বলে ৮)।
২২ রানে ২ উইকেট হারানো বরিশালকে টেনে নিয়ে যান সৌম্য সরকার আর মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ৩৭ বলে ৪৭ রান যোগ করেন তারা। সৌম্য ১৮ বলে ২২ করে ফিরলে জুটি ভাঙে।
এরপর কাইল মায়ার্সের সঙ্গে আরেকটি জুটি গড়েন মিডল অর্ডারে নামা মুশফিকুর রহিম। মুশফিক ২৭ বলে ৫০ রান আর মায়ার্স ১৫ বলে ২৮ রান করেন। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে পাড়ি দেন মুশফিক।
মুশফিক ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। মিলার করেন ১৮ বলে অপরাজিত ২২।
আর এ বিজয়ের মধ্যে দিয়ে শুক্রবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে