Views Bangladesh Logo

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারের টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কেন্দ্রটির সর্বশেষ চালু ইউনিট বন্ধ হয়ে পড়ায় সব ইউনিট অচল হয়ে যায়।

সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে মোট চারটি ইউনিট রয়েছে। এর মধ্যে রোববার সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এর আগেই অন্য ইউনিটগুলো বিভিন্ন কারণে অচল ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রে দুটি ১২৫ মেগাওয়াট ও একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট রয়েছে। দুই নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই পুরোপুরি বিকল। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট ওভারহোলিংয়ের কারণে গত বছরের অক্টোবর থেকে বন্ধ রয়েছে, যা চালু হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। ফলে রোববার এক নম্বর ইউনিট বন্ধ হওয়ার মধ্য দিয়ে কেন্দ্রটির সব ইউনিট অচল হয়ে পড়ে।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের যে অংশে টিউব ফেটে গেছে, সেখানে তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক হলে ভেতরে প্রবেশ করে ফাটলের অংশ শনাক্ত করা হবে। ক্ষতিগ্রস্ত টিউবের সংখ্যা অনুযায়ী মেরামতের সময় নির্ধারিত হবে। দ্রুততম সময়ের মধ্যেই উৎপাদন চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ