কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল গত ১১ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, '১ থেকে ১১ নভেম্বরের মধ্যে নিষিদ্ধ ঘোষিত একটি দল ঢাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া গত দুই দিনে রাজধানীতে নয়টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।'
তিনি আরও জানান, এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের হয়েছে। গত অক্টোবর থেকে নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গসংগঠন রাজধানীতে অস্তিত্ব জানান দিতে ১৪টি ঝটিকা মিছিলও করেছে।
সাজ্জাদ আলী বলেন, 'ঢাকার বাইরে থেকে কিছু লোক অর্থের বিনিময়ে ঢাকায় এসে মিছিলে অংশ নিয়ে আবার ফিরে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা বা ব্যস্ত সময়ে এসব বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এমনকি ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্ক ছেলেদেরও ব্যবহার করা হচ্ছে।'
তিনি জানান, অক্টোবর থেকে এ পর্যন্ত এসব ঘটনায় মোট ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, 'ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা উদ্বেগের কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে এবং ঢাকাবাসীও তৎপরতার মাধ্যমে যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে