Views Bangladesh Logo

নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিনেও আজ খোলা থাকছে ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দেশের তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্রের জামানত প্রদান এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় আর্থিক লেনদেনের চাপ মাথায় রেখে এ সিদ্ধান্ত জরুরি হয়ে পড়ে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বড়দিনের ছুটি (২৫ ডিসেম্বর) এবং ২৬–২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। এতে প্রার্থীরা জটিলতায় পড়তে পারেন—এমন আশঙ্কা থেকেই কমিশন বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায়। ফলে সরকারি ছুটির দিনেও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যাচাই–বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ সব ধাপের জন্য আলাদা সময়সূচি রাখা হয়েছে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশন আশা করছে, ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত প্রার্থীদের জামানত সংক্রান্ত কার্যক্রম সহজ করবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ