বাংলাদেশের নাসরিন একাডেমি সুযোগ পেল প্রথম নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে
বাংলাদেশ নারী ফুটবল অঙ্গনের জন্য এলো এক আনন্দের খবর। দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা (সাফ) চলতি বছরের শেষের দিকে প্রথমবারের মতো নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের স্বীকৃত পেজে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক ফুটবল সংস্থা সাফ। নেপালের মাটিতে আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ।
ফেসবুক পোস্টে ‘সাফ’ জানিয়েছে, ‘ইতিহাস সৃষ্টি হতে চলেছে। প্রথমবারের মতো সাফ আয়োজন করতে যাচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেখানে পাঁচটি শক্তিশালী দল গৌরব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।’
টুর্নামেন্টে পাঁচ দেশের পাঁচটি ক্লাব অংশ নেবে। বাংলাদেশের ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির সঙ্গে প্রতিযোগিতা করবে ভারতের ইস্ট বেঙ্গল, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব।
প্রথম পর্বে রাউন্ড-রবিন ফরম্যাটে ক্লাবগুলো একে অপরের সঙ্গে খেলে পয়েন্ট অর্জন করবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার লড়াইয়ে নামবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে