Views Bangladesh Logo

প্রথম অর্থসচিব এম মতিউল ইসলাম মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম অর্থসচিব এম মতিউল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা ও দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। তার ভালোবাসা ও প্রজ্ঞার জন্য মানুষের হৃদয়ে চিরস্মরণীয় থাকবেন তিনি।’ এম মতিউল ইসলামের জানাজা শুক্রবার জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শিক্ষাজীবনে এম মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি শিল্পসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় ইউনিডো, বিশ্বব্যাংক কো-অপারেটিভ প্রোগ্রামের প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া আইআইডিএফসির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ