বিশ্বকাপ ইস্যুতে অনড় বাংলাদেশ, বিপাকে আইসিসি
নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে ভারতে যেতে নারাজ বাংলাদেশ , এই নিয়ে বিসিবি অনড় অবস্থানে । সমস্যা সমাধানে রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনায় বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। খবর এনডিটিভির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে বিস্তারিতভাবে ই-মেইল করে জানিয়েছে, ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। দ্বিতীয় চিঠিতে বিসিবি আরও স্পষ্ট জানিয়েছে, বিষয়টি এখন আর শুধুই লজিস্টিক বা নিরাপত্তার সীমায় নেই, এটি জাতীয় মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। বাংলাদেশ দাবি করেছে, যদি ভারতেই খেলতে হয়, তবে দলের প্রতিটি সদস্যের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের সবাইকে নিরাপত্তার ছায়ায় রাখতে হবে।
বাংলাদেশ ব্যতীত বিশ্বকাপ আয়োজন প্রায় অসম্ভব। ফলে কেবল আইনগত ও রাজনৈতিক জটিলতা নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হিসাবও বড় ধাক্কা খাবে জয় শাহ। ভারতীয় হয়েও নিরপেক্ষ ভাবে জয় শাহ কীভাবে এই উত্তপ্ত পরিস্থিতি সামলাবেন, সেটিই এখন নজরকাড়া বিষয়।
সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা।
এই বিতর্কের সূত্রপাত মূলত হয়েছিল আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে দল থেকে বিরত রাখে। প্রতিবাদ হিসেবে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলার জন্য অস্বীকৃতি জানায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে