ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ
দারুণ বোলিং করেও ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয়ের মুখে পড়ল বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হার নিশ্চিত হয়েছে টাইগারদের।
শনিবার (১১ অক্টোবর) ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আফগান স্পিনার রশিদ খান একাই ধস নামান টাইগার ব্যাটিংয়ে-মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্রুত বিদায়ে ৫০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
তাওহিদ হৃদয় (২৪) ও জাকের আলী (১৮) কিছুটা প্রতিরোধ গড়লেও রশিদের স্পিনে ভেঙে পড়ে নিম্নক্রম। এতে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হারার পাশাপাশি সর্বশেষ ১১ ওয়ানডের ১০টিতে পরাজয়ের তিক্ত স্বাদ পেল টাইগাররা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯০ রানে গুটিয়ে যায়-যা আবুধাবির এই মাঠে তাদের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের হয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন পান ২টি করে উইকেট।
আফগানিস্তানের পক্ষে একাই লড়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪০ বল খেলে ৯৫ রান করে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তবুও তার ইনিংসেই গড়ে ওঠে আফগানদের জয়ের ভিত, যা শেষ পর্যন্ত রশিদের স্পিনে রূপ নেয় নিশ্চিত সিরিজ জয়ে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে