বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট নজিরবিহীন: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে পরিমাণ লুটপাট ও অর্থ পাচার হয়েছে, তা অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশজুড়ে বৃক্ষরোপণের উদ্বোধনকালে দেশের আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশও করেন তিনি। ‘যেভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে এবং যেভাবে ব্যাংকিং খাত লুট করা হয়েছে, এটি বিশ্বের অন্য কোথাও হয়নি’- বলেন তিনি।
ড. সালেহউদ্দিন উল্লেখ বলেন, ব্যাপক অনিয়ম সত্ত্বেও বাংলাদেশ কৃষি ব্যাংক অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় ভালো অবস্থায় রয়েছে। আর্থিক খাত সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যত দিন তিনি পদে থাকবেন, তত দিন এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ঋণখেলাপির ক্রমবর্ধমান হার, দুর্বল সুশাসন এবং দেশের ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতার অভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই অর্থ উপদেষ্টার এই মন্তব্য এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে