পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে বাংলাদেশের অভিযোগ ভিত্তিহীন: ভারত
খাগড়াছড়িতে সম্প্রতি সংঘটিত সহিংসতা ও উত্তেজনার ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ভারতের ইন্ধন’ থাকার মন্তব্য করার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেন, 'এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানোর তাদের অভ্যাস। তাদের উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা।'
খাগড়াছড়িতে সহিংসতার সূত্রপাত হয় ২৩ সেপ্টেম্বর রাতে। যখন মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরী ধর্ষণের অভিযোগ করেন। এর পরপরই পার্বত্য এ জেলায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৪ সেপ্টেম্বর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল নামে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়। এরপর, ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রাখে।
উত্তেজনার মধ্যে গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতা ঘটে, যেখানে অন্তত তিনজন নিহত হন এবং বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে। পরে চিকিৎসকরা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত না পাওয়ার কথা জানান।
এরপর ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খাগড়াছড়িতে উত্তেজনা ছড়ানোর পেছনে ভারতের ইন্ধন থাকার সম্ভাবনা উল্লেখ করেন। তিনি বলেন, 'পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও অর্থের জোগান দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এমন পরিকল্পনা প্রণয়ন করছে।' তিনি আরও বলেন, 'বর্তমানে সনাতন ধর্মালম্বীদের একটি বড় উৎসব চলছে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি; কিন্তু একটি মহল এ চেষ্টা ব্যর্থ করতে চাইছে। সেই মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটাচ্ছে।'
চৌধুরী জানিয়েছেন, পার্বত্য এলাকার উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থলে আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তিনি বলেন, 'কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। অনেকেই বাইরে থেকে এসেছে, তবে দেশের নাম আমি উল্লেখ করতে চাইছি না।'
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে প্রত্যাখ্যান করায় দুই দেশের মধ্যে বিষয়টি কূটনৈতিকভাবে তীব্র নজরে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে