Views Bangladesh Logo

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ আজ (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। গত মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত সিরিজে হারের পর, ২০২১ সালে দেশের মাটিতে শেষ সিরিজেও পরাজিত হয় টাইগাররা।

২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এবার লিটন দাসের নেতৃত্বে দলটি সেই নয় বছরের জয়খরা কাটানোর আশায় মাঠে নামছে।

অন্যদিকে, পাকিস্তান চাইবে তাদের আধিপত্য ধরে রাখতে। এখন পর্যন্ত দুই দলের মধ্যকার ২২টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে পাকিস্তান।

পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তৌহিদ হৃদয়, জাকের আলী আনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ