‘জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান’
বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বাংলাদেশে চিনি ও চামড়া শিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও গুরুত্ব আরোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে সাক্ষাতে ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন শিল্প উপদেষ্টা।
জবাবে দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার নানা ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান দেশটির বাণিজ্যমন্ত্রী।
শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে শিল্প উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। চিনিশিল্পের উন্নয়নে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও জানানো হয়।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বাংলাদেশ পক্ষে ছিলেন শিল্পসচিব ওবায়দুর রহমান ও বিএসটিআই- এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে