অমীমাংসিত ইস্যু সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে একমত হয়েছে। উভয় দেশই ভবিষ্যতে সমস্যাগুলো পেছনে ফেলে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।
রোববার (২৪ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, “আপনারা নিশ্চয়ই আশা করেন না যে, ৫৪ বছরের সমস্যার সমাধান একদিনেই হয়ে যাবে। প্রায় ১২-১৩ বছর পর এ ধরনের বৈঠক হলো। কাজেই এখানে বসে এক ঘণ্টায় সবকিছু মিটে যাবে, সেটা বাস্তবসম্মত নয়। তবে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি।”
তিনি আরও বলেন, “তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে যে, এটি সমাধান করতেই হবে। সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিতে হলে বাকি বিষয়গুলোও ধীরে ধীরে পেছনে ফেলতে হবে।”
ভবিষ্যতে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করব এসব অমীমাংসিত ইস্যু ধাপে ধাপে সমাধান করতে। দুই পক্ষই নিজেদের অবস্থান ব্যক্ত করেছে এবং এগিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে