Views Bangladesh Logo

বাংলাদেশের মানুষ সচেতন, প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ হবে না: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের মানুষ সচেতন, প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। যদি মানুষ পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে মানুষ কী কী পাচ্ছেন, সেটা আমরা পরিষ্কারভাবে বলছি। একইভাবে না ভোট দিলে কী কী পাচ্ছেন না, সেটাও আমরা জানাচ্ছি। কেউ যদি না ভোটের পক্ষে প্রচার করতে চান, সেটা তার দলীয় সিদ্ধান্ত—এতে বাধা দেওয়ার প্রশ্ন নেই।

নির্বাচন নিয়ে সংশয়ের বিষয়ে তিনি বলেন, আগেও বলেছি, এখনো বলছি—১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। মানুষের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেন তারা দ্বিধাদ্বন্দে থাকে। কখনো বলা হচ্ছে নির্বাচন হবে না, কখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় দেখানো হচ্ছে। এগুলো কুটোচাল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। এসব প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ তাদের নেতা নির্ধারণ করতে এবং দেশের ভবিষ্যৎ ঠিক করতে সাধারণ নির্বাচন ও গণভোট—দুটোতেই অংশ নেবেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অভিযোগ আসবে না—এমনটা তো হতে পারে না। কেউ যদি মনে করে তার এলাকায় ব্যত্যয় ঘটছে, সে অবশ্যই নির্বাচন কমিশনকে জানাবে। নির্বাচন কমিশনের আইনের মধ্যেই এর প্রতিকারের বিধান রয়েছে।

তিনি বলেন, সব ৩০০ আসনে কিন্তু একই অভিযোগ নেই। এক-দুটি জায়গায় যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেটার প্রতিকার নির্বাচন কমিশন দেবে। অভিযোগ জানানোর পরেও যদি প্রতিকার না পাওয়া যায়, তখন সেটি প্রশ্নের বিষয় হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ