Views Bangladesh Logo

পাকিস্তানে সামরিক অভিযানে বাংলাদেশি যুবক নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তানি সামরিক অভিযানে নিহত হয়েছেন একজন বাংলাদেশি যুবক। তার কাছ থেকে জব্দ হওয়া বাংলাদেশি পরিচয়পত্র, নগদ অর্থ এবং ব্যক্তিগত জিনিসপত্র থেকে তার জাতীয়তা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে কারাক জেলার দারশাখেলের শাহ সেলিম থানার কাছে স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্যদের সঙ্গে ওই যৌথ অভিযানে ১৭ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। আহত হয় আরও দশজন জঙ্গি ও তিনজন নিরাপত্তাকর্মী।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি রোববার (২৮ সেপ্টেম্বর) জানায়, সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন।

পাকিস্তানি সেনাবাহিনী শনিবার (২৭ সেপ্টেম্বর) জানায়, দুদিনের অভিযানে পাহাড়ি অঞ্চলটিতে জঙ্গিদের ঘিরে রাখা হয়েছিল। হতাহতরা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্য। গোয়েন্দা সূত্রে তারা জেনেছে, মোল্লা নাজির গ্রুপের সদস্যরা প্রত্যন্ত ওই অঞ্চলটিতে তৎপর ছিল।

ঘটনাটি আফগান সীমান্তের কাছে এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতিও নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, আগের সন্ত্রাসবিরোধী অভিযানেও দুই থেকে তিনজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল। তারা ধর্মীয় শিক্ষার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করে জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ