সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ডোনা সীমান্তে এ ঘটনা ঘটলেও শনিবার (৩০ আগস্ট) বিকেল পর্যন্ত নিহত যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে আছে বলে জানা গেছে।
নিহত আব্দুর রহমান (২৫) উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন-জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।
বিজিবি ডোনা ক্যাম্পের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার কোনো এক সময় উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আব্দুর রহমানসহ ৪-৫ জন। এ সময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। আজ দুপুর পর্যন্ত সেখানে নিহতের মরদেহ পড়েছিল। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাই পাথে মালামাল আনতে ভারতে ঢুকেন নিহত আব্দুর রহমানসহ অন্যরা। তারা প্রতিনিয়ত অবৈধপথে ভারতে ঢুকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে প্রবেশ করলে বিএসএফ তাদের ওপর গুলি চালালে আব্দুর রহমান মারা যান। এ সময় আরও ৪ জন আহত হন। তবে তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।
এ ব্যাপারে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমরা এ বিষয়ে সংবাদ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত ও শনাক্তকরণের পর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে