Views Bangladesh Logo

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

তালিতে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন ২২ বছর বয়সী জীবন ঢালী। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগরের পথ ধরে ইউরোপের উদ্দেশে পাড়ি দেয়ার সময় লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের এই যুবক।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে প্রাণ হারান জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। নিহত জীবন ঢালী ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, লিবিয়ায় জীবনের সফরসঙ্গীরা ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রায় ছয় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানব পাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে লিবিয়ায় যান জীবন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় তিনি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর কয়েক মাস তাকে একটি 'গেম ঘর'-এ আটকে রাখা হয়েছিল। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মাফিয়াদের গুলিতে তার মৃত্যু হয়।

এমন ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলেন, ‘দালালদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন। আমরা সরকারের কাছে নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানাই।‘

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি আদিল হোসেন) বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার বহু যুবক দালালচক্রের খপ্পরে পড়ে প্রাণ দিচ্ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ