চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবক বদরউদ্দিনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের ওপারে দেশটির নোনাগঞ্জ ক্যাম্পে আটকে রাখা ওই যুবককে উদ্ধারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
২৬ বছর বয়সী বদর উপজেলার বেনিপুর ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
বেনিপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য রবিউল হোসেন জানান, বুধবার (১ অক্টোবর) সকালে আরও কয়েকজনের সাথে সীমান্ত থেকে ফিরছিলেন বদর। তখন ভারতের ১৯৪ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বদরকে আটকে নোনাগঞ্জ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) সাংবাদিকদের বলেন, ‘আমরা অনানুষ্ঠানিক সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। এর ব্যাখ্যা জানতে এবং ওই যুবককে উদ্ধারে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে