Views Bangladesh Logo

ভারতে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই ভারতের মাটিতে বড় স্বীকৃতি অর্জন করেছেন। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার জিতেছেন।

কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে তার সংবেদনশীল ও গভীর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার পাওয়ার খবরটি জয়া আহসান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ‘পুতুলনাচের ইতিকথা’ তাঁর অভিনয় জীবনের অন্যতম বিশেষ কাজ, আর সেই কাজের জন্য এমন স্বীকৃতি পেয়ে তিনি অভিভূত।

এই সিনেমায় জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি। গ্রামবাংলার জীবনঘনিষ্ঠ ও শক্তিশালী এক নারীর চরিত্রে জয়ার অভিনয়কে অনেকেই বছরের সেরা পারফরম্যান্সগুলোর একটি বলে মনে করছেন।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কলকাতার বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমালোচকদের মতে, এই অর্জন জয়া আহসানের বৈচিত্র্যময় অভিনয়যাত্রায় আরও একটি উজ্জ্বল পালক যোগ করল এবং একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা।

উল্লেখ্য, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি ভারত ছাড়াও বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে দর্শকেরা বড় পর্দায় জয়ার প্রশংসিত অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ