Views Bangladesh Logo

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের এক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক আইসিসিতে এক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাঁদের সবাইকে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ সন্ধ্যায় পাঠানো ই–মেইলের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের অবহিত করে আইসিসি।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য প্রায় এক শ’র কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ দল টুর্নামেন্টের বাইরে ছিটকে গেলে সাংবাদিকদের আবেদনও একযোগে বাতিল করে আইসিসি। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা ভারতে দায়িত্ব পালনে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

গণহারে আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় বিস্মিত ও হতাশ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সমাজ। বিষয়টি নিয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সেখান থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অথচ বছরের পর বছর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলাদেশের সাংবাদিকেরা দেশের দলের দ্বিপক্ষীয় সিরিজ কাভার করে আসছেন। সেই জায়গায় পাশের দেশে আয়োজিত একটি বৈশ্বিক টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভারের সুযোগ থেকে বাংলাদেশি সংবাদমাধ্যম কর্মীদের পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই অস্বাভাবিক ও বৈষম্যমূলক হিসেবে দেখছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ