সপ্তম দুর্বল পাসপোর্টের মর্যাদা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট
বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের মর্যাদা পেয়েছে। ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণে দেখা গেছে, এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। এতে ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৫তম। তালিকায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। আগের সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, তখনও এটি বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট ছিল।
ফিলিস্তিন ও উত্তর কোরিয়ার নাগরিকরা ভিসা ছাড়া ৩৮টি দেশে যেতে পারলেও বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তা সম্ভব মাত্র ৩৭টি দেশে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে এই সূচককে ভিত্তি করে ১০১টি অবস্থান নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আছে সিঙ্গাপুর (ভিসা ছাড়া ১৯২ দেশে যাওয়া সম্ভব)। জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে (১৮৮টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়)। ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড—তৃতীয় স্থানে (১৮৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার)।
তালিকার তলানিতে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান অবস্থান করছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের (৫২তম), যেখানে নাগরিকরা ভিসা ছাড়া ৯২টি দেশে যেতে পারেন। ভারতের অবস্থান ৮০তম (৫৫টি দেশ), ভুটান ৮৫তম (৫০টি দেশ) এবং শ্রীলঙ্কা ৯৩তম (৩৯টি দেশ)। বাংলাদেশের পাসপোর্ট এই অঞ্চলে পঞ্চম, যেখানে নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। বাংলাদেশের পিছনে রয়েছে নেপাল (৯৬তম, ৩৫টি দেশ), পাকিস্তান (৯৮তম, ৩১টি দেশ) এবং আফগানিস্তান (১০১তম, ২৪টি দেশ)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে